Connecting You with the Truth

আবারো নতুন ‘দ্য স্পাই’ পা রাখেন বর্ষা

b-1
বিনোদন প্রতিবেদক:
ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ দ্যা সার্চ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পা রাখেন আফিয়া নুসরাত বর্ষা। এরপর ছবিটির প্রযোজক কাম নায়ক অনন্ত জলিলের সাথে প্রেম অতঃপর বিয়ের মাধ্যমে কপাল খুলে যায় তাঁর। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি বর্ষাকে। অনন্তর সাথে জুটি বেঁধে একে একে কাজ করেছেন হৃদয় ভাঙা ঢেউ, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম টু, নিঃস্বার্থ ভালোবাসা সিনেমায়। আবারো নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন বর্ষা ছবিটির নাম ‘দ্য স্পাই।’ অল্প সময়ের মাঝেই নতুন সিনেমার শ্যুটিং শুরু হবে বলে জানালেন বর্ষা। গেল ঈদে মুক্তি পাওয়া অনন্ত-বর্ষা ‘মোস্ট ওয়েলকাম টু’ ছবিটি দারুণ ব্যবসা করেছে। এটি দেশের সীমা পেরিয়ে শুধু দেশে নয়, জাপান, আমেরিকা, ইংল্যান্ডসহ বিশ্বের আরও কয়েকটি দেশে ছবিটির প্রদর্শন হবে বলে জানা গেছে। ‘দ্য স্পাই’ ছবিটি প্রসঙ্গে বর্ষা জানালেন, এটি ‘মোস্ট ওয়েলকাম টু’ ছবিকেও ছাড়িয়ে যাবে। ‘মোস্ট ওয়েলকাম টু’ সিনেমার গানে ক্রোমার ব্যবহার নিয়ে বিতর্কের তৈরি হয়েছে। এ বিষয়ে বর্ষা বলেন, শুধু মাত্র দুটি গান দিয়েতো আপনি পুরো একটি সিনেমাকে বিচার করতে পারেন না। মৌলিক গল্পের এই সিনেমায় অ্যাকশন থেকে শুরু করে লোকেশনে নতুন কিছু দেবার চেষ্টা করেছি। অনন্ত ছাড়া অন্য কোন নায়কের সাথে কাজ করবেন কিনা জানতে চাইলে বর্ষা বলেন, অনন্ত ছাড়া আমার পাশে আর কাউকেই কল্পনা করতে পারিনা। উল্লেখ্য, চলচ্চিত্রের বাইরে বর্ষা কেয়া নারিকেল তেল, মেরিল স্প­াশ বিউটি সোপ, গ্রামীণফোন, চাকা ওয়াশিং পাউডার- বিজ্ঞাপন গুলোতে মডেল হয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.