Connecting You with the Truth

আবার নির্বাচনের ইঙ্গিত তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে আবার নতুন করে সংসদ নির্বাচনের ইঙ্গিত দিলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। শুক্রবার এশিয়ার কয়েকটি দেশ সফরের উদ্দেশ্যে আঙ্কারা ত্যাগকালে সাংবাদিকদের এরদোগান বলেন, একটি কোয়ালিশন সরকার গঠনের জন্য চলমান আলোচনা ব্যর্থ হলে তুরস্ক আবার নির্বাচনে ফিরে যাবে। আঙ্কারায় একে পার্টির সাথে অন্যান্য দলের কোয়ালিশন গঠন নিয়ে আলোচনার মধ্যেই এরদোগান একথা বলেন।

এরদোগান বলেন, ‘আমরা যদি দেখি কোয়ালিশন গঠনের আলোচনায় ইতিবাচক ফল আসছে তবে ভালোই হলো। যদি সেটা না হয় তবে অবিলম্বে আমাদের জাতির ইচ্ছার কাছে আবেদন জানাতে হবে এবং বর্তমান অবস্থা থেকে আমাদের রক্ষায় জাতিকে সিদ্ধান্ত নিতে হবে।’

এরদোগানের প্রতিষ্ঠিত দল একে পার্টি এক দশকের বেশি সময় ধরে তুরস্ক শাসন করে আসছে। তবে গত জুনের সংসদ নির্বাচনে দলটি সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

এখন অন্যদলের সাথে কোয়ালিশন গঠনের আলোচনা চালাচ্ছে একেপি। তুরস্কের সংবিধান অনুসারে ২৩ আগস্টের মধ্যে সরকার গঠন না হলে নতুন নির্বাচন দিতে হবে। কোয়ালিশন সরকার গঠনের জন্য সংসদের দ্বিতীয় বৃহত্তম দল সেক্যুলার সিএইচপির সাথে আলোচনা চালাচ্ছে একেপি।সূত্র: রয়টার্স

বাংলাদেশেরপত্র/এডি/এ

Comments
Loading...