Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে সভাপতি লতিফুর

শেরপুরের শ্রীবরদীর ইন্দিলপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে আবু সা-আদাত মোহাম্মদ লতিফুর রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন। গত সোমবার ( ২৪ এপ্রিল) ওই বিদ্যালয়ে নির্বাচিত ও দাতা সদস্যদের মধ্যে ৭ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো,আলাউদ্দিন পেয়েছেন ২ ভোট। বেশিরভাগ সদস্যদের সমর্থন পাওয়ায় নির্বাচনে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক অফিসার মো, গোলাম এলাহী আখন্দ। এতে খুশি ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকসহ স্থানীয় বাসিন্দারা।

জানা যায়, সম্প্রতি ইন্দিলপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষে অভিভাবক ও দাতা সদস্যদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বীতা করেন আবু সা-আদাত মোহাম্মদ লতিফুর রহমান ও মো,আলাউদ্দিন। পরে সোমবার ওই বিদ্যালয়ের দ্বিতীয় তলায় নির্বাচিত সদস্যদের প্রত্যক্ষ সমর্থনের মাধ্যমে নির্বাচিত করা হয় সভাপতি। এতে ৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আবু সা-আদাত মোহাম্মদ লতিফুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো,আলাউদ্দিন পেয়েছেন ২ ভোট।
এ ব্যাপারে নির্বাচিত সভাপতি

আবু সা-আদাত মোহাম্মদ লতিফুর রহমান বলেন, অভিভাবকরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি যথাযথভাবে তাদের দেয়া দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো।

নির্বাচনে সন্তোষ প্রকাশ করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন বলেন, দীর্ঘদিন পর নির্বাচনের মাধ্যমে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হলো।

নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন বলেন, সুষ্ঠ সুন্দরভাবে ম্যানেজিং কমিটির নির্বাচন হয়েছে। এখন নির্বাচিত সভাপতি সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে কার্যক্রম পরিচালনা করবে।

উপজেলা মাধ্যমিক অফিসার মো, গোলাম এলাহী আখন্দ বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী থাকা ভাল। এতে গণতন্ত্রের প্রতিফলন ঘটে। এই বিদ্যালয়েও তা ঘটেছে। ভোটাররা তাদের কাঙ্খিত ব্যাক্তিকে নির্বাচিত করেছেন। আশা করি সুষ্ঠ সুন্দরভাবে এই বিদ্যালয় পরিচালিত হবে।

Leave A Reply

Your email address will not be published.