Connecting You with the Truth

আমার কোনো ফেসবুক আইডি নেই: পাপিয়া

পাপিয়া

ডেস্ক রিপোর্ট:
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া দাবি করে বলেছেন, তার কোনো ফেসবুক আইডি নেই। কে বা কারা তার নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে মনগড়া স্ট্যাটাস দিচ্ছে। ওই স্টাটাসের ভিত্তিতে কিছু কিছু গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ ও প্রচার করছে।
তিনি বলেন, ওই ভুয়া ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বলা হয়েছে যে, আমি বিএনপিকে সার্কসের দল হিসেবে উল্লেখ করেছি। এটা সম্পূর্ণ মিথ্যা। কোনো পদবীর জন্য রাজনীতি করি না। বিএনপির সদ্য ঘোষিত কমিটি নিয়ে আমার কোনো ক্ষোভ নেই। সার্বিকভাবে আমাকে হেয় করতেই আমার অগোচরে ভুয়া ফেসবুক আইডি খুলে স্ট্যাটাস দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে এক সংবাদ সন্মেলনে এ দাবি করেন তিনি। তিনি বলেন, স্কুলে পড়াকালীন খেকে আজ পর্যন্ত বিএনপির সঙ্গে রাজনীতি করে আসছি। এ ধরনের অপপ্রচার চলতে থাকলে আমাকে আইনের আশ্রয় নিতে হবে।

Comments
Loading...