Connecting You with the Truth

আমিরাতের বিপক্ষে ১২৯ রানে পাকিস্তানের জয়

PAK--340x160

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ হেরে ধুঁকছিল পাকিস্তান। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে জিতে টুর্নামেন্টে ঘুরে দাঁড়ায় তারা। এবার ‘দুর্বল’ আরব আমিরাতকে সামনে পেয়ে আরেকটি জয় তুলে নিয়েছে মিসবাহ-উল হকের দল।

বুধবার বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে অনেকটা হেসেখেলেই জিতেছে পাকিস্তান। ১২৯ রানের বড় ব্যবধানে জিতেছে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নরা।

নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৩৯ রানের বড় স্কোর গড়ে পাকিস্তান। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১০ রানের বেশি করতে পারেনি আরব আমিরাত।

আগের তিন ম্যাচে মিসবাহ আর শোয়েব মাকসুদ ছাড়া পাকিস্তানের আর কোনো ব্যাটসম্যান ব্যাটিংয়ে ভাল করতে পারেননি। তবে আরব আমিরাতের বিপক্ষে নাসির জামশেদ ছাড়া মোটামুটি সবাই ব্যাটে রান পেয়েছেন। ফলে পাকিস্তানও বিশ্বকাপে তাদের দ্বিতীয় সর্বোচ্চ ৩৩৯/৬ রানের বড় সংগ্রহ পায়।

দলের পক্ষে সর্বোচ্চ ৯৩ রান করেন আহমেদ শেহজাদ। দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রান আসে হারিস সোহেলের ব্যাট থেকে। অধিনায়ক মিসবাহ ৬৫, শোয়েব মাকসুদ ৪৫ করেন। এ ছাড়া শহীদ আফ্রিদি ৭ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন।

আরব আমিরাতের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন মানজুলা গুরুজি। মোহাম্মদ নাভেদের ঝুলিতে জমা পড়ে একটি উইকেট।

৩৪০ রানের পাহাড় সমান লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়ে আরব আমিরাত। স্কোরবোর্ডে ২৫ রান তুলতেই বিদায় নেন তাদের তিন টপ অর্ডার ব্যাটসম্যান।

এরপর মিডল অর্ডার ব্যাটসম্যানদের কল্যাণে শেষ পর্যন্ত ৮ উইকেটে ২১০ রান সংগ্রহ করে আরব আমিরাত। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন শাইমান আনোয়ার। এ ছাড়া খুররম খান ৪৩, আমজাদ জাভেদ ৪০ ও স্বপ্নিল পাতিল ৩৬ রান করেন।

পাকিস্তানের পক্ষে সোহেল খান, ওয়াহাব রিয়াজ ও শহীদ আফ্রিদি ২টি করে উইকেট নেন।

Comments
Loading...