Connecting You with the Truth

আমির খান এখন দেখতে যেমন

Aamir-Khan-HOME

বিনোদন ডেস্ক: শেষ দুইবার চোখের জল মুছতে মুছতে খবর হয়েছিলেন আমির খান। ‘বাজরঙ্গী ভাইজান’র পর ‘কাট্টি বাট্টি’ দেখে কেঁদেছিলেন তিনি। যা অনলাইনে ভাইরাল হয়ে উঠে। অনেকে হাসাহাসিও হয়। এবার নতুন লুক দিয়ে চমকে দিলেন সবাইকে। এ হল ‘পিকে’ তারকার ‘দঙ্গল’ লুক। তিনি আর এলিয়েন নন, এবার কুস্তি লড়বেন।

সবাই জানেন নিতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’ সিনেমা দিয়ে আমির বড়পর্দায় ফিরবেন ২০১৬ সালের ডিসেম্বরে। কুস্তিগীর মহাবীর ফোগাতের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে বায়োপিকটি। আর ওই সিনেমার জন্য ওজন বাড়িয়েছেন ২২ কেজি।

মোটাসোটা আমিরকে এতদিন বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও একদম পারফেক্ট লুকে দেখা যায়নি। সম্প্রতি লুধিয়ানার যাওয়ার পথে বিমানবন্দরে ‘মিস্টার পারফেকশনিস্ট’ ক্যামেরা বন্দি হন। তা দেখে যে কেউ চমকে উঠতে পারেন। এ কোন আমির! কোথায় গেল আবেদনময় সিক্স প্যাক এবস!

সাদা চুল-দাড়ি শোভিত আমিরের পরনে ছিল সাদা ফুল স্লিভ টি শার্ট, কার্গো প্যান্ট ও বাদামি জুতো। অনেকে হয়ত এতদিন ভেবেছেন ৪৯ বছর বয়সী তারকার শরীরের বয়সের ছাপ পড়েনি। এবার নিশ্চয় ভুল বুঝতে পারছেন। তবে বর্তমান লুককেও বাস্তব ভাবলেও ভুল। বেশ ঘষা-মাজা করে এমন চেহারা পেয়েছেন আমির। প্রথম লটের শুটিংয়ের পর তাকে আবারও তরুণ সাজার কসরত করতে হবে। কারণ ‌‘দঙ্গল’-এ তিনটি ভিন্ন বয়সী মহাবীর ফোগাতকে দেখা যাবে।

এ দিকে বেশ খোঁজাখুজিঁ করে মিলেছে আমির খানের বউ। ‘দঙ্গল’-এ তার বিপরীতে অভিনয় করবেন ‘বড়ে আচ্ছা লাগতে হ্যায়’ তারকা সাক্ষি তানওয়ার। এ ছাড়া ফোগাতের দুই মেয়ে গীতা ও ববিতার চরিত্রে দেখা যাবে ফাতেমা শেখ, জাইরা ওয়াসিম, সুহানি ভাটনগর ও সানিয়া মালহোত্রাকে।

বাংলাদেশেরপত্র.কম/এডি/আর

Comments
Loading...