Connecting You with the Truth

আমি মন থেকে বাঙালি: বিদ্যা বালান

04-vidyaবিনোদন ডেস্ক:
যাও পাখি বলো, হাওয়া ছলো ছলো, আবছায়া জানলার কাচ দুই পাশে মির্চি মোড়া রেড কার্পেটে দাঁড়িয়ে যিনি সুরের পাখিকে উড়িয়ে দিলেন তিনি না পেশায় গায়িকা, না জন্মসূত্রে বাঙালি। তবে নিঃসন্দেহে বাংলা গান যে তিনি ভালোবাসেন, তা বলার অপেক্ষা রাখে না। মির্চি মিউজিক অ্যাওয়ার্ডের সন্ধে সাক্ষী থাকল এই বাংলা গানের টানে ভাসা অন্য বিদ্যা বালানের। এমনিতে বলিউড থেকে যে সেলিব্রিটিই আসুন, তারা কলকাতাকে খুশি করে মিষ্টি দই আর রসগোল্লাকে প্রশংসায় ভরিয়ে দেন। তাতে তাদের জিভ জল না আসুক, বাঙালির মন গলে জল হয়ে যায়। কিন্তু বিদ্যার তা দরকার হয় না। আসলে বাংলা ভাষা এবং কলকাতার সঙ্গে তার যোগাযোগের কাহীনিটাই যে অন্যরকম। চতুর্থ মির্চি মিউজিক অ্যাওয়ার্ডের রেড কার্পেটে দাঁড়িয়ে এক নিমেষে বিদ্যা পাড়ি দিলেন কেরিয়ারের শুরুর দিনগুলোয়। বললেন, বাংলা ছবি ভালো থেকো দিয়ে কেরিয়ার শুরু করেছি। কলকাতায় মিউজিক ভিডিও শুট করেছি। তারপর, পরিণীতা ভুলভুলাইয়ায় বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। কলকাতার সঙ্গে তার এমনই নিবিড় যোগাযোগ। আর তাই অনায়াসে বললেন, আমি মন থেকে বাঙালি।
কলকাতার ইউএসপিও তার কাছে বাকি সবার থেকে আলাদা। শহরের মানুষের ভালোবাসার থেকে সংস্কৃতি এবং সংগীতের কথা তো জানালেনই, কিন্তু কলকাতার শিরা উপশিরার স্পন্দনও তিনি ধরতে পারেন ঠিকঠাকই। বললেন, কলকাতা একই সঙ্গে প্রগ্রেসিভ আবার তার সঙ্গে একটা ওল্ড চার্মও আছে। এই শহরেই তাই বিদ্যা বাগচি হয়ে বারবার ফিরে আসতে তার ভালো লাগে। সামনেই আসছে তার হামারি অধুরি কাহানি। নতুন ছবি নিয়েও শহরে তার অসংখ্য ফ্যানদের জানিয়ে গেলেন তার মনের কথা। বললেন, পরিণীতার পর আবার একটা ইনটেন্স লাভ স্টোরিতে কাজ করছি। এটা আমার কাছে খুব এক্সাইটিং। পরিচালক মোহিত সুরির সঙ্গে প্রথমবার কাজ করছেন। জানালেন, মোহিত এই জেনরেশনের পরিচালক হলেও, ওর কাজে একটা পুরনো চার্ম আছে। সেটা আমার খুব পছন্দের।
মেলোডি ভালোবাসেন বিদ্যা। আর তাই অন্তহীন ছবির গান তার প্রিয়। আসলে শান্তনু মৈত্রের সুরই বড় ভালোবাসেন। তাই বন্ধু অভিনেতা রাহুল বোসকে নাকি মজা করে বলেই ফেলেছেন, যদি ওই গানের দৃশ্যে তার বদলে বিদ্যা নিজেই স্ক্রিনে থাকতেন তবে কী ভালো না হত! তার প্রিয় শিল্পীর তালিকায় প্রথমেই অবধারিতভাবে থাকছেন শ্রেয়া ঘোষাল। তবে সুনিধি চৌহানের গানে পারফর্ম করার চ্যালেঞ্জ পেলেও যে মন্দ হত না জানিয়ে গেলেন বিদ্যা। অলটাইম ফেভারিট গানের তালিকায় বিদ্যা রাখলেন, ‘জয় জয় শিব শঙ্করকে’। মান্না দে থেকে রাহুল দেব বর্মন সবই গুণগুণ করে গেয়ে উঠতে পারেন। এদিন গাইলেনও পছন্দের দু’এক কলি।

Comments
Loading...