Connecting You with the Truth

আমি মিডিয়ায় ফিরতে চাই তিন্নি

b-2
বিনোদন প্রতিবেদক:
একসময়ের জনপ্রিয় মডেল, টিভি অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি অনেকদিন হলো মিডিয়া থেকে দূরে। তবে আবারো কাজে ফিরতে চান। ২৮ আগস্ট রেডিও স্বাধীন-এর একটি অনুষ্ঠানে তিন্নি নিজের জীবনের নানা গল্প তুলে ধরেন, জানান ফিরে আসার কথা। তিনি বলেন, ‘আমি মিডিয়ায় ফিরতে চাই। কাজ করতে চাই আগের মত। আর এজন্যই এ অনুষ্ঠানে আসা। দর্শকদের ভালোবাসা থেকে আর দূরে থাকতে চাই না।’ অন্যদিকে মিডিয়াসংশ্লিষ্ট অনেককে বলতে শোনা যায়, তিন্নি কাজ শুরু করুক তা আমার চাই। তবে সত্যিই কি তিন্নি আবারো কাজ শুরু করবেন! অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর মিডিয়া থেকে প্রায় হারিয়েই যান তিন্নি। এমনকী নিজেকে শোধরাতে ভর্তি হতে হয় মাদক নিরাময় কেন্দ্রেও। তবে সম্প্রতি তিনি অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরেছেন বলে জানা যায়।


Comments
Loading...