আরও ২০৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে মধ্যে ১০ জন ঢাকার বাইরে এবং বাকিরা ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯৯৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে ৯৫৮ জন এবং অন্যান্য বিভাগে মোট ৩৯ জন রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪৩১৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৩১২ জন রোগী।
এদিকে চলতি মাসে ১৬৬১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এছাড়া জুলাই মাসে ২২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল।