Connecting You with the Truth

আরো সহজ পদ্ধতিতে ভারতীয় ভিসার আবেদন

india_visaবাংলাদেশিদের জন্য ভারতের ভিসার আবেদন আরও সহজ করলো হাইকমিশন। এখন ভিসা প্রার্থী যে কেউ অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ডেট বা ই-টোকেন ছাড়াই সরাসরি আবেদন করতে পারবেন। তবে, এই সুবিধা পাবেন না কেবল ভ্রমণেচ্ছুরা (টি ক্যাটাগরি)। বুধবার (২ সেপ্টেম্বর) ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা প্রার্থীরা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ডেট বা ই-টোকেন ছাড়া সরাসরি আবেদন করতে পারবেন। আগের মতোই তারা অনলাইনে আবেদন ফরম পূরণ করবেন। এরপর আবেদন ফরমটি প্রিন্ট আউট করে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অধীনস্থ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে জমা দেবেন। এক্ষেত্রে তাদের কোনো নির্ধারিত সাক্ষাতের সময় বা তারিখ লাগছে না।

কেবল ভ্রমণ-ভিসা প্রার্থীরা (টি ক্যাটাগরি) এই সুযোগ পাচ্ছেন না। তাদের ই-টোকেন নিয়ে আগের নিয়মেই নির্ধারিত সময় বা তারিখে আবেদন জমা দিতে হবে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...