আর্জেন্টিনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নকআউটপর্বের প্রথম ম্যাচেই বিদায় নিতে হলো। ১৯৯৮ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের কাছে ৪-৩ গোলে হেরে বাড়ির পথ ধরতে হচ্ছে সাম্পাউরিলর শিষ্যদের।
শনিবার রাত আটটায় (বাংলাদেশ সময়) খেলা শুরুর হওয়ার পর ১৩ মিনিটে পেনাল্টি পায় ফ্রান্স। ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করায় পেনাল্টি পায় তারা। পেনাল্টিকে গোল করে ফ্রান্সকে এক গোলে এগিয়ে নেন অ্যন্টনিও গ্রিজম্যান।
এরপর ৪১ মিনিটে দুরপাল্লার এক দৃষ্টিনন্দন শটে গোল দিয়ে আর্জেন্টিনাকে সমতায় ফেরান ডি মারিয়া। সমতা নিয়ে বিরতিতে যায় দুদল। বিরতি শেষে দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন গ্যাব্রিয়েল মেরাকাডো।
তবে এই এগিয়ে যাওয়া ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। পরে ৫৭ মিনিটে পাভার্ডের গোলে সমতায় ফিরে ফ্রান্স। এরপর ৬৪ ও ৬৮ মিনিটে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আগুয়েরো এক গোল শোধ করলেও হার ঠেকাতে পারেননি।