Connecting You with the Truth

আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!

it-2
রকমারি ডেস্ক:
রাস্তায় থাকবে না আর অটো রিক্সা। টাটা ন্যানোর দিন শেষ হতে চলেছে। কারন ভারতে সরকারি ছাড়পত্র পেয়ে গেল বাজাজ অটোর বহু প্রতীক্ষিত কোয়াড্রিসাইকেল। কোম্পানিটি বলেছে, পয়লা অক্টোবর থেকেই ভারতের রাস্তায় নামতে পারে কোয়াড্রিসাইকেল। এই অভিনব গাড়িটির দাম এখনও ঠিক করা হয়নি, তবে বাজাজ অটোর কোয়াড্রিসাইকেলই ভারতের সব থেকে সস্তার গাড়ি হতে চলেছে বলেই দাবি কোম্পানিটির। আপাতত সব থেকে সস্তার চার চাকা টাটা ন্যানো। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কোয়াড্রিসাইকেল কী? প্রায় টাটা ন্যানো-র মাপেরই এই গাড়িতে চালক-সহ চার জন বসতে পারবেন। সাধারণ অটোর মতোই। জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে এলপিজি-ও। সুতরাং পরিবেশবান্ধবও। এই কারণেই লিপিজি অটোর পরিবর্তে পরবর্তীকালে এই কোয়াড্রিসাইকেলই ব্যবহার করা হতে পারে বলেই মনে করছেন অনেকেই। এবার হয়তো আরও প্রশ্ন করতে পারেন, মাইলেজ কত দেবে? বাজাজ অটোর দাবি, প্রতি লিটারে ৩৫ থেকে ৪০ কিলোমিটার চলবে কোয়াড্রিসাইকেল। যদিও কোয়াড্রিসাইকেলকে গাড়ির মর্যাদা এখনই দেওয়া না হলেও, একে ভারতের সবচেয়ে সস্তার গাড়ি বলেই দাবি করা হচ্ছে। সেক্ষেত্রে ন্যানোর বাজারে ভাগ বসাতে পারে কোয়াড্রিসাইকেল।
উল্লেখ্য, বাজাজ অটো কোয়াড্রিসাইকেল বাজারে এনেছিল ২০১২ সালের ৩ জানুয়ারি। কিন্তু এই গাড়ি দেশের রাস্তায় নামানোর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কীর্তি মিশ্র ও অরবিন্দ শর্মা। তাদের দাবি ছিল, এই গাড়ি ভারতের রাস্তায় চালানো সুরক্ষিত নয়, অবিলম্বে কোয়াড্রিসাইকেলের উপর নিষেধাজ্ঞা জারি করা হোক। কিন্তু বাজাজ অটোর দাবি, সুরক্ষাজনিত সরকারি ছাড়পত্র পেয়ে গিয়েছে কোয়াড্রিসাইকেল। চলতি বছরের পয়লা অক্টোবর থেকেই রাস্তায় নামতে পারে এই গাড়ি।


Comments
Loading...