দন্ত চিকিৎসক কোরবান আলী হত্যা: দোষীদের শাস্তির দাবি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের

এম.আর.মিলন (ব্যুরো প্রধান চট্টগ্রাম)

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের আওতাধীন বায়তুশ শরফ মাদ্রাসা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী রেজা রানার পিতা দন্ত চিকিৎসক মোঃ কোরবান আলী কে ৫ ই এপ্রিল বন্দর নগরীর চট্টগ্রাম মহানগর আকবরশাহ থানাধীন পশ্চিম ফিরোজশাহ এলাকায় নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং সেই সাথে এই চাঞ্চল্যকর হত্যার ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদান ও আলী রেজা রানার পরিবার কে নিরাপত্তা প্রদান নিশ্চিত করার দাবী জানিয়ে প্রতিবাদ করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।এই ব্যপারে বায়তুশ শরফ মাদ্রাসা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী রেজা রানার সাথে কথা বললে তিনি জানান,হত্যাকাণ্ডের প্রায় ৩ মাস অতিবাহিত হয়ে গেলেও প্রধান আসামিরা এবং হত্যা কান্ডের নির্দেশদাতারা গ্রেফতার হয়নি। আমি এবং আমার পরিবার নিরাপত্তা হীনতার মধ্যে আছি।হত্যার কান্ডের আসামীরা বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটাই দাবি, তারা যেন এই হত্যা কান্ডের দ্রুত বিচার করেন।

Leave A Reply

Your email address will not be published.