আশুলিয়ায় আবারও বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ
আশুলিয়া প্রতিনিধি:
শিল্পাঞ্চল আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনে আবারও বিক্ষোভ করেছে কারখানাটির শ্রমিকরা। গত কাল বুধবার সকালে বার্ড্স গার্মেন্টেসের শ্রমিকরা এ বিক্ষোভ করে। শিল্প পুলিশ জানায়, বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবারের ন্যায় গত কালও কারখানার প্রায় ৩ হাজার শ্রমিক কারখানাটির ভিতরে প্রবেশ করে বিক্ষোভ করে। পরে দুপুরে বিক্ষোভের মুখে কারখানাটি এক দিনের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এব্যাপারে ঢাকা শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, সমস্যা সমাধানে কারখানাটি’র মালিকপক্ষের সাথে কথা চলছে। অচিরেই সমস্যা সমাধান হয়ে যাবে। এছাড়া নাশকতা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।