আসছে জ্যোতির দুর্গারূপ
বিনোদন ডেস্ক:
আসছে দুর্গাপূজা। এ উপলক্ষে অরুণা বিশ্বাস নির্মাণ করছেন দুর্গা নামে একটি একক নাটক। আর এ নাটকে দুর্গা চরিত্রে অভিনয় করবেন জ্যািেতকা জ্যোতি। নির্মাতা জানিয়েছেন নাটকটিতে আরো অভিনয় করবেন তানভীর, নরেশ ভূইঁয়া, সিরাজ হায়দার প্রমুখ। ১৭ সেপ্টেম্বর থেকে মানিকগঞ্জে নাটকটির শুটিং শুরু হবে। নাটকটি নিয়ে অরুণা বিশ্বাস বলেন, ‘প্রতিমা কারিগরের মেয়ের নাম দুর্গা। তার প্রেমে পড়ে এক ধনীর ছেলে। তাদের প্রেম নিয়েই মূলত নাটকের গল্প বিস্তার হবে। যদিও এখানে আমি নারীর ক্ষমতায়নের নানা দিক তুলে ধরবো।’ এটিএনবাংলায় দুর্গাপূজার বিশেষ অনুষ্ঠানমালায় নাটকটি প্রচার হবে।