আসছে ‘থ্রি ইডিয়টস-২’
বিনোদন ডেস্ক:
র্যাঞ্চো উইল বি ব্যাক ভেরি সুন। হ্যাঁ মোটামুটি এমনটাই আজ মিডিয়াকে জানিয়ে দিল ‘থ্রি ইডিয়টস্’-এর পরিচালক রাজকুমার হিরানী এবং অভিনেতা আমির খান।
২০০৯ সালের ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস্’ ব্যাপক জনপ্রিয় হয়েছিল দেশের অসংখ্য মানুষের কাছে। ছবিটির ডায়লগ, নাম, এমনকি ছবির চরিত্রগুলিও বেশ ফেমাস হয়ে যায়। র্যাঞ্চো, প্রফেসর ভাইরাসকেও ভুলে যায়নি দর্শক। এই দু’জনের ঘোষণার পর বেশ খুশি এই ছবির ভক্তরা।
পরিচালক রাজকুমার হিরানী সাংবাদিকদের বলেন, “স্ক্রিপ্ট তৈরি হয়ে গেলেই ছবির কাজ শুরু করে দেবো।”
আমির খান বলেন, “থ্রি ইডিয়টস্-এর সিক্যুয়ালের জন্য আমাকে অন্তত ২৫ কিলো ওজন কমাতে হবে! কিন্তু চরিত্রের প্রয়োজনে তো সেটা করতেই হবে।” সত্যিই তো! পঞ্চাশ বছর বয়সে কলেজ স্টুডেন্ট হতে গেলে তো চেহারায় পরিবর্তন আনতেই হবে! অবশ্য এ ব্যপারে তো আমির এক্সপার্ট। তাই এ বার শুধু অপেক্ষা ছবির কাজ শুরুর তারিখ জানার।