Connecting You with the Truth

আসছে ‘পাগলা দিওয়ানা’

b-3বিনোদন ডেস্ক:
৩ এপ্রিল মুক্তি পাচ্ছে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘পাগলা দিওয়ানা’। এ উপলক্ষে প্রযোজনা সংস্থা পুতুল কথাচিত্র গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজন করেছিল সংবাদ সম্মেলনের। এ সময় ছবির কলাকোশলীরাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ ছবির মাধ্যমেই প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন শাহ-রিয়াজ ও পরী মনি। এ প্রসঙ্গে শাহ-রিয়াজ প্রিয়.কমকে বলেন, ‘পরী মনির সঙ্গে এটা আমার প্রথম ছবি। ছবিতে রোমান্স যেমন আছে তেমনি আছে অ্যাকশনও। সব মিলিয়ে ছবিটি দর্শক ভালোভাবেই নিবে।’ পরী মনি প্রিয়.কমকে বলেন, ‘এ ছবিটি নিয়ে আমি প্রচন্ড আশাবাদী। পাগলা দিওয়ানা- ছবি দিয়ে আমি দর্শককে পাগল করে দিতে চাই। প্রথমবারের মতো শাহ-রিয়াজের সঙ্গে কাজ করেছি আমি। ও খুব বন্ধুপরায়ন একজন শিল্পী। আশা করি আমাদেরকে দর্শক ভালোভাবেই গ্রহণ করবে।’ পরী মনি ও শাহ-রিয়াজ ছাড়াও এ ছবিতে আরও এক নতুন জুটি-অমৃতা খান ও সবুজ খানকে দেখা যাবে। এ ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, রুবেল, আলীরাজ, রেবেকা, সানু শিবা, আরজুমান্দ আরা বকুল, নীল আহমেদ ও জেবিনসহ আরও অনেকে। ছবিটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। প্রযোজনা করেছেন মিজানুর রহমান। সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ূন। ছবিতে গান রয়েছে পাঁচটি। ছবির গান লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ। গানে কণ্ঠ দিয়েছেন আহমেদ হুমায়ূন , রূপম, পুলক, তাহসিফ আহমেদ, নোভেল, খেয়া, হেমা, মিমি, সিথী ও নিলা।


Comments