আসছে মার্চ নিপুণ মাস
বিনোদন ডেস্ক:
আসছে মাস মার্চ চিত্রনায়িকা নিপুণের। মাসের শুরু থেকে শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে নিপুন অভিনীত ৩টি ছবি। স্বাধীনতার মাসে তিন ছবি মুক্তিতে স্বভাবতই উচ্ছসিত নিপুণ। মাসের শুরুতেই ৬ মার্চ মুক্তি পাচ্ছে বাপ্পারাজ পরিচালিত চলচ্চিত্র ‘কার্তুজ’। মার্চের ২০ তারিখে দেশের সবখানেই মুক্তি পাবে শাহ আলম কিরণের ছবি ‘একাত্তরের মা জননী’। আনিসুল হকের গল্প অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত এ ছবিতে দর্শকের সামনে আসবেন ভিন্ন এক নিপুণ। নিজের স্বামী, সন্তান ও সম্ভ্রম হারা গ্রামীন কুল বধূ নিপুণ অস্ত্র হাতে শত্র“দের মুখোমুখী হয় অসীম সাহসিকতায়। ছবিটি নিয়ে নিপুণ বলেন, ‘ছবিটি গত বছর মাত্র একটি হলে মুক্তি দেওয়া হয়েছিল। এখন সারাদেশেই মুক্তি পাবে একাত্তরের মা জননী। ছবিতে আমি নির্যাতিতা এক নারীর দেশের জন্য মুক্তিযোদ্ধা হয়ে ওঠা ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। আমি আশাবাদী, ছবিটি সবার ভালো লাগবে।’ নিপুণ অভিনীত সরকারি অনুদানের আরেকটি ছবি ‘শোভনের স্বাধীনতা’। মানিক মানবিকের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস। মুক্তিযুদ্ধের এ ছবিটিও স্বাধীনতার মাসেই মুক্তি পাবে বলে জানিয়েছেন নিপুণ। তবে মুক্তির দিনটি এখনও চূড়ান্ত হয়নি। কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নিপুণ। হাতে দেখা দেয় অ্যালার্জি। দেশে ডাক্তার দেখিয়েও কোন সুরাহা না হওয়ায় চিকিৎসার জন্য বিদেশে পাড়ি জমান তিনি। সিঙ্গাপুর থেকে সার্জারি শেষ করে দেশে ফিরলেন এই অভিনেত্রী। এখনও নিয়মিত চলছে ড্রেসিং। শারীরিক অসুস্থতা সত্ত্বেও ছবি মুক্তি নিয়ে আনন্দের কমতি নেই তার।