আয়ারল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী আলবার্ট রেনল্ডস এর মৃত্যু
আয়ারল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী আলবার্ট রেনল্ডস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।
আয়ারল্যান্ডের উত্তরাঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। মাত্র তিন বছর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আলবার্ট।
১৯৭৭ সালে নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে প্রথমবার পার্লামেন্টের (দালি এইরিয়ান নামে পরিচিত) সদস্য হন তিনি।
১৯৩২ সালের ৩ নভেম্বর জন্মগ্রহণ করেন আলবার্ট।