Connecting You with the Truth

আ.লীগের সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রী ও নেতাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার ধারাবাহিকতায় এবার দলের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এই নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একটি ব্যাংকের কর্মকর্তার মতে, ৩০ দিনের জন্য ওবায়দুল কাদেরের সব হিসাব স্থগিত রাখার নির্দেশ পেয়েছেন তারা।

বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, “উল্লিখিত ব্যক্তি ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হলে তা মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩ (১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত থাকবে। এছাড়া তাদের নামে কোনো লকার সুবিধা থাকলে তা ব্যবহারেরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।”

ছাত্র-জনতার তুমুল আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। সেই সময় থেকে মন্ত্রী ও সংসদ সদস্যসহ দলের নেতাদের প্রকাশ্যে দেখা যাচ্ছে না। সরকার পতনের পর থেকে জনসম্মুখে আসেননি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও।

Comments
Loading...