ইংরেজরা গোলামী শিখিয়ে গেছে, সেই গোলামীর স্বভাব এখনো রয়ে গেছে-প্রধানমন্ত্রী
ইংরেজরা গোলামী শিখিয়ে গেছে। আপনাদের মধ্যে সেই গোলামীর স্বভাব এখনো রয়ে গেছে। তাই গরমের মধ্যেও কোট-টাই পরে থাকেন।’ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে এভাবেই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে সভাপতিত্বে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী রসিকতার সুরে ধমক দিয়ে বেশ কয়েকজন মন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘আপনার মন্ত্রিপরিষদ বৈঠকে কোর্ট-টাই পরে এসেছেন কেন? এসব তো ইংরেজদের পোশাক। আমাদের তো সুন্দর পোশাক আছে। পাঞ্জাবি-পাজামা পরলে দেখতেও অনেক সুন্দর লাগে। কেন ঐসব পরে আসছেন?’
নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বৈঠকে উপস্থিত এক মন্ত্রী প্রধানমন্ত্রীর এমন ধমকের কথা জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ভবিষ্যতে এ ধরনের পোশাক না পরার জন্য বলেছেন। তিনি বলেছেন, ভবিষ্যতে সবাই যেন পাজামা-পাঞ্জাবী পরে মন্ত্রিপরিষদ বৈঠকে আসেন।’
মন্ত্রিপরিষদের আজকের বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, রেলমন্ত্রী মুজিবুল হক, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পরিকল্পনা মন্ত্রী লোটাস কামাল, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুর রহমান চুন্নু, অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্যুট-টাই পরে মন্ত্রিপরিষদ বৈঠকে উপস্থিত ছিলেন।