ইংল্যান্ডের উন্নতি যেখানে!
স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে চূর্ণ হওয়ার পর স্কটল্যান্ডকে ১১৯ রানে হারিয়ে ‘এ’ গ্র“পের পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে উঠে এসেছে ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচ শেষে যারা টেবিলের তলানিতে ছিল। এমনকি আইসিসির দুই সহযোগী দেশেরও নিচে। সোমবার ক্রাইস্টচার্চের হাগলি ওভালে বাঁচা-মরার ম্যাচে নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৮ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড। এর জবাবে ব্যাট করতে নেমে ৪২.২ ওভারে মাত্র ১৮৪ রানেই গুটিয়ে যায় স্কটিশরা। হার মানে ১১৯ রানের ব্যবধানে। ফলে পূর্ণ দুই পয়েন্ট পায় ইংল্যান্ড। এই জয়ের পর ‘এ’ গ্র“পের পয়েন্ট টেবিলের সাত নম্বর স্থান থেকে পাঁচে উঠে এসেছে তারা। তিন ম্যাচ শেষে ঝুলিতে দুই পয়েন্ট ইয়ন মরগান বাহিনীর। সমান সংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট অর্জন করে সবার সামনে নিউজিল্যান্ড। দুই ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। সমান সংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে নেট রানরেটে তিন নম্বরে বাংলাদেশ। দুই ম্যাচ খেলে এক হার ও এক জিতে দুই পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে গেল আসরের রানার্সআপ শ্রীলঙ্কা। পাঁচে ইংলিশরা। ছয়ে আফগানিস্তান। আর সাত নম্বরে স্কটল্যান্ড। টেবিলের শেষের দুই দল নিজেদের নামের পাশে এখনো কোনো পয়েন্ট জমা করতে পারেনি। দুটি করে ম্যাচ খেলে দুটিতেই মলিন বদনে মাঠ ছাড়তে হয়েছে তাদের।