Connecting You with the Truth

‘ইংল্যান্ড দুর্বল দল পিটারসেনবিহীন’

s-2স্পোর্টস ডেস্ক:
গত একবছর ধরে এ সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেনের দলে ফেরা নিয়ে কম জল্পনা হয়নি। শেষপর্যন্ত দলে আর ফেরা হচ্ছে না বলে সাফ জানিয়ে দিলেন ইংল্যান্ড দলের নতুন পরিচালক এন্ড্রু স্ট্রাউস। আর এই সিদ্ধান্তের প্রতি নিন্দা জানিয়ে ইংলিশ দলকে আরো দুর্বল করে দেওয়া হলো বলে মনে করছেন অজি স্কিপার মাইকেল ক্লার্ক। ক্লার্কের মতে, পিটারসেনকে ছাড়া কোন দল শক্তিশালী হতে পারে না। কেপির ক্রিকেটীয় পরিসংখ্যানই তার প্রমাণ। সে দারুণ একজন খেলোয়াড় এবং আরো অনেকদিন সে ক্যারিয়ারের সেরা কিছু ইনিংস খেলার যোগ্যতা রাখে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের আগে সাক্ষাৎকারে ক্লার্ক আরো বলেন,’ ব্যক্তিগত দিক থেকে আমি তাকে খুব ভালো জানি। ইংলিশ দলে তাকে খেলতে দেখলে আমি খুশি হব। সে অসাধারণ একজন ক্রিকেটার। আর আমি জানি এখনও সে দলে খেলতে চায়।’ গতবছর অ্যাশেজ সিরিজে ফর্মহীনতার জন্য দল থেকে ছিটকে পড়েন কেপি। এরপর নিজের আÍজীবনীর বেশকিছু জায়গায় ইংল্যান্ড ক্রিকেটকে জড়িয়ে সমালোচনা করেন তিনি। এরপর দলে ফেরার পথ পুরোটাই বন্ধ হয়ে যেতে বসে সাবেক এই অধিনায়কের। তার শেষ হলো স্ট্রাউসের বক্তব্যের মধ্যে দিয়ে।

Comments
Loading...