ইউরোপের সর্বোচ্চ পর্বত ‘মন্ট ব্লঙ্ক থেকে পড়ে নিহত ৩
ইউরোপের সর্বোচ্চ পর্বত ‘মন্ট ব্লঙ্ক’ থেকে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দু’জন আরোহী ও একজন গাইড রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, পর্বতটির আটশ’ ফুট উঁচু থেকে পড়ে তাদের মৃত্যু হয়। নিহতদের জাতীয়তা জানা যায়নি। ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত ১২ আগস্ট বিকেলে খারাপ আবহাওয়ার কারণে দেশটির পূর্বাঞ্চলের পর্বতটিতে এক গাইডসহ ছয়জন নিখোঁজ হন। পরে মন্ট ব্লঙ্কের তিন হাজার নয়শ’ মিটার উঁচুতে অ্যাইগুলে ডি’আর্জেন্টিয়েরে উদ্ধারকারী দল পাঠিয়ে তাদের লাশ পাওয়া যায়। বেশ কিছুদিন ধরে মন্ট ব্লঙ্কে বেশ কিছু আরোহীর প্রাণহানির ঘটনা ঘটছে।