Connecting You with the Truth

ইচ্ছাকৃতভাবে বিমান ধ্বংস করেন কো-পাইলটই

Co-pilot+Lubitzআন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্সের আল্পসে জার্মানউইংসের বিমানটি কো-পাইলটই ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেন বলে নিশ্চিত হওয়া গেছে খুঁজে পাওয়া দ্বিতীয় ফ্লাইট রেকর্ডারের তথ্য থেকে। বিমান বিধ্বস্তস্থল থেকে বৃহস্পতিবার ২য় ফ্লাইট রেকর্ডার উদ্ধার হওয়ার পর শুক্রবার ফ্রান্সের বিইএ অ্যাভিয়েশন তদন্তকারীরা একথা বলেছেন। স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডোর্ফ যাওয়ার পথে ২৪ মার্চে বিধ্বস্ত বিমানটির ১৫০ আরোহীর কেউ বেঁচে নেই। বিইএ তদন্ত কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফ্লাইট রেকর্ডারের প্রাথমিক পর্যালোচনা থেকে দেখা গেছে, কো-পাইলট লুবিৎজ অটোমেটিক পাইলট সিস্টেম ব্যবহার করে বিমানটিকে নিচে নামাতে শুরু করেন। এরপর একই কায়দায় তিনি আরো দ্রুতগতিতে বিমানটিকে নিচে নামিয়ে নিয়ে যান। এর আগে পাওয়া বিমানটির প্রথম ফ্লাইট রেকর্ডার থেকে জানা গিয়েছিল, লুবিৎজ পাইলটকে ককপিটের দরজার বাইরে আটকে রেখেছিলেন। তখন থেকেই তদন্তকারীরা ধারণা করছিলেন লুবিৎজ বিমানটি ইচ্ছা করে ধ্বংস করেন। বৃহস্পতিবার  জার্মান কৌঁসুলিরা এও জানান যে, বিমানটি বিধ্বস্ত করার আগে ইন্টারনেটে আত্মহত্যা সংক্রান্ত তথ্য খুঁজেছিলেন লুবিৎজ। তার ডুসেলডোর্ফের বাড়ি থেকে পাওয়া ট্যাবলেট কম্পিউটারে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগের সপ্তাহে ইন্টারনেট ঘেঁটে তার ‘আত্মহত্যা করার পন্থা’ এবং ‘ককপিটের দরজার নিরাপত্তা ব্যবস্থা’ নিয়ে তথ্য অনুসন্ধান করার করার আলামত পাওয়া যায়।

 

Comments
Loading...