ইচ্ছা পূরণ হতে চলেছে অর্ণবের
বিনোদন ডেস্ক:
চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন ও ইচ্ছার কথা অনেক আগেই জানিয়েছিলেন সংগীতশিল্পী অর্ণব। এবার তার সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় হবে এ ছবিটি। চলতি বছরই ছবিটি নির্মাণ করে মুক্তি দেয়ার সম্ভাবনার কথা জানালেন অর্ণব। শুধু পরিচালনাই নয়, এ ছবিতে একটি চরিত্রে অভিনয়ও করবেন এ সংগীত তারকা। এখানে তাকে সংলাপবিহীন দেখা যাবে। দৃশ্যগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে, যেখানে এর প্রয়োজনটা খুব কম। জানা গেছে, অর্ণব পরিচালিত এ ছবির গল্প পুরানো ঢাকাকে কেন্দ্র করে। এরইমধ্যে মুম্বাই ও কলকাতার বেশ ক’জন প্রযোজকের সঙ্গে কথাও বলেছেন অর্ণব। এ চলচ্চিত্রটির বিশেষ দিক হলো, আক্ষরিক পান্ডুলিপির পাশাপাশি এর স্কেচ পান্ডুলিপি থাকছে। মূল পান্ডুলিপির কাজ এরইমধ্যে শেষ হয়েছে। এখন চলছে স্কেচ তৈরির পর্ব। এ ছবিতে বাংলাদেশ ও ভারতের শিল্পীরা অভিনয় করবেন। তবে সবকিছু পাকাপাকি হলে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন অর্ণব। এ বিষয়ে তিনি বলেন, নিজের মনের মতো একটি ছবি নির্মাণের স্বপ্ন ও আগ্রহ আমার অনেক দিনের। সেটা অনেকেই জানেন। সেটা হয়তো এবার বাস্তব রূপ নিতে যাচ্ছে। চলতি বছরই ছবিটি নির্মাণ করে এটি মুক্তি দেয়ার ইচ্ছে হয়েছে। দুই বাংলার অভিনয় শিল্পীদেরই নিয়ে ছবিটি করার ইচ্ছে আমার। আশা করছি সবকিছু পাকাপাকি করে সবাইকে জানাবো আনুষ্ঠানিকভাবে।