Connecting You with the Truth

ইন্দোনেশিয়ায় ভারী বর্ষণ, নিহত কমপক্ষে ২২

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণে সুমাত্রা দ্বীপের কয়েকটি জেলায় বন্যা ও ভূমিধসের ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে এবং নিখোঁজ রয়েছে আরো অনেক।

দেশটির কর্মকতাগণ গণমাধ্যমকে জানান, ভারী বর্ষণের পর বুধবার থেকে সুমাত্রা দ্বীপের কয়েকটি জেলায় বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, গত তিন দিনে নর্থ সুমাত্রা প্রদেশে অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া ওয়েস্ট সুমাত্রায় মারা গেছেন আরো পাঁচ জন।

জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগ্রোহো জানান, গতকাল শুক্রবার নর্থ সুমাত্রার ম্যান্দাইলিং নাতাল জেলার মুরারা সালাদি গ্রামে ভূমিধসে একটি ইসলামিক বোর্ডিং স্কুল মাটিতে চাপা পড়ে। এতে সেখানে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়। ধ্বংস হয়ে গেছে আরো কয়েক ডজন বাড়ি-ঘর।

নর্থ সুমাত্রা দুর্যোগ সংস্থার প্রধান রায়দিল লুবিস বলেন, ‘দুর্যোগ, অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মীদের দুর্যোগ কবলিত এ জেলায় পাঠানো হলেও বিভিন্ন এলাকায় ভূমিধসের কারণে তাদের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।’

উল্লেখ্য, ইন্দোনেশিয়া প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ হওয়ায় সেখানে বন্যা ও ভূমিধস একটি সাধারণ ঘটনা।

Comments
Loading...