ইন্দোনেশিয়ায় ভূমিধসে দশ জনের মৃত্যু
ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে দশ জনের মৃত্যু ও চার জন নিখোঁজ রয়েছে জানা গেছে। রোববার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরোউ নুগরোহো জানান, শনিবার রাতে জাভার পশ্চিমাঞ্চলীয় সুকাবুমি অঞ্চলের তেগাল পাঞ্জাং গ্রামে ভূমিধসের এই ঘটনা ঘটে। তিনি আরো বলেন, ‘প্রবল বর্ষণের সময় আকস্মিকভাবে এই ভূমিধস হয়। এতে পাহাড়ের কিছু অংশ ভেঙে বসত বাড়ির ওপর ধসে পড়ে।’ এই ঘটনায় ১১টি বাড়ি চাপা পড়ে। সুতোপো বলেন, ‘এই ঘটনায় ছয় জন মারা গেছে এবং আরো চার জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে।’
