Connecting You with the Truth

ইন্দোনেশিয়ায় ৭.৯ মাত্রার ভূমিকম্প

Major-82-earthquake-strikes-south-of-Indonesia-and-is-felt-in-Singaporeআন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিম উপকূলে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে এতে মানুষ হতাহত হওয়া কিংবা কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শক্তিশালী এই ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয় বলে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে।
ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, বুধবারের ওই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল সুমাত্রা প্রদেশের রাজধানী পাডাং এর ৮০৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মাটির ১০ কিলোমিটার গভীরে। অন্ধকারের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির জাতীয় তল্লাশি ও উদ্ধার সংস্থার অপারেশন বিভাগের উপ-প্রধান হেরোনিমাস গুরু।
ভূমিকম্পের পর প্রেসিডেন্ট জোকো উইডোডো উত্তর সুমাত্রার মেডানে একটি হোটেলে আশ্রয় নিয়েছেন এবং সারারাত তিনি সেখানেই অবস্থান করবেন বলে বলে জানান প্রেসিডেন্ট প্যালেসের কর্মকর্তারা। মেডানের এক বাসিন্দা রয়টার্সকে বলেন, তিনি কোনো কম্পন অনুভব করেননি।
সুমাত্রা দ্বীপপুঞ্জের মেন্টাওয়াই দ্বীপের বাসিন্দা এরউইন স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে বলেন, “আমি এখন সৈকতে অবস্থান করছি এবং আমার ফ্লাশলাইট দিয়ে সুনামির সঙ্কেত খোঁজার চেষ্টা করছি। সেখানে কিছুই নেই। কয়েক মিনিট কেটে গেছে এবং কিছুই ঘটেনি। যদিও এরই মধ্যে অনেক মানুষকে নিরাপত্তার জন্য উঁচু স্থানে নিয়ে যাওয়া হয়েছে।”
২০০৪ সালে ভারত মহাসাগরে ভূমিকম্প পরবর্তী সুনামিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ইন্দোনেশিয়া, বিশেষ করে আচেহ প্রদেশ।সেবার সুনামিতে শুধু আচেহ প্রদেশেই এক লাখ ২৬ হাজার ৭৪১ জন প্রাণ হারিয়েছিল।

Comments
Loading...