ইরাকি শহর দখল করেছে আইএস যোদ্ধারা
ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল বাগদাদি শহরের অধিকাংশ দখল করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। এতে করে হুমকির মুখে পড়েছে ওই এলাকায় ইরাকি সেনাদের প্রশিক্ষণে থাকা মার্কিন মেরিন বাহিনীর বিমান ঘাঁটি। বলছেন কর্মকর্তারা। আনবার প্রদেশে রামাদির ৮৫ কিলোমিটার উত্তর-পশ্চিমের শহর আল বাগদাদি। কয়েকমাস ধরে আইএস জঙ্গিরা এটি ঘিরে রেখেছিল। গত বছর ইরাকের উত্তর এবং পশ্চিমের বিশাল এলাকা দখল করে এই জঙ্গিরা। ডিস্ট্রিক্ট ম্যানেজার নাজি আরাক রয়টার্সকে ফোনে বলেন, “আল-বাগদাদির ৯০ শতাংশই জঙ্গিদের দখলে চলে গেছে।” দিনের শুরুতে জঙ্গিরা দুদিক থেকে আল বাগদাদিতে হামলা করে এবং তারপর শহরটিতে অগ্রসর হয়। আরেকটি জঙ্গি দল তখন শহরের ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আইন আল আসাদ বিমান ঘাঁটিতে হামলা করে।