ইরাকে মার্কিন দূতাবাস রক্ষায় আরও সাড়ে তিনশ’ সেনা
আইএস জঙ্গিদের সম্ভাব্য হামলা থেকে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস রক্ষায় আরও সাড়ে তিনশ’ সেনা সেনা পাঠানোর আদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
পেন্টাগন প্রেস সেক্রেটারি রিয়ার এডমিরাল জন কিরবি বুধবার আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, নতুন সেনা পাঠানোর পর ইরাকে মার্কিন কূটনীতিকদের নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়াবে ৮২০ জনে।
পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণে ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের ইরাকে পাঠানোর বিষয়টিও ওবামা প্রশাসন চিন্তা ভাবনা করছে বলে মঙ্গলবার এ বিবৃতিতে জানায় হোয়াইট হাউজ।
এদিকে মঙ্গলবার বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়ার উদ্দেশ্যে ওয়াশিংটন ছেড়েছেন ওবামা। সেখান থেকে তিনি ওয়েলসে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো সম্মেলনে যোগ দেবেন।