Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘ইরাকে ৪৫ জনকে পুড়িয়ে হত্যা করল আইএস’

isis2-665x385আন্তর্জাতিক ডেস্ক:

ইরাকের পশ্চিমাঞ্চলীয় শহর আল বাগদাদিতে ৪৫ জনকে পুড়িয়ে হত্যা করেছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। স্থানীয় পুলিশ প্রধানের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে। নিহতদের পরিচয় এবং কী কারণে তাদের হত্যা করা হয়েছে এ বিষয়টি পরিষ্কার না হলেও, কর্নেল কাসিম আল-আবেইদি বলছেন, এদের কেউ কেউ নিরাপত্তা বাহিনীর সদস্য। বিবিসি বলছে, গেল সপ্তায় আইএস জঙ্গিরা আইন আল-আসাদ বিমানঘাঁটির কাছাকাছি শহরটির অধিকাংশ এলাকা দখল করে নেয়। তিনি বলেন, ওই সময় নিরাপত্তা সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের আবাসিক একটি এলাকা হামলার শিকার হয়েছিল। তিনি সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন। লড়াই চলার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা নাজুক হওয়ার কারণে এ ধরনের প্রতিবেদন যাচাই করা খুব কঠিন। চলতি মাসের শুরুর দিকে আইএস জঙ্গিরা জর্ডানের বিমান বাহিনীর এক পাইলটকে জীবন্ত পুড়িয়ে হত্যার ভিডিও প্রকাশ করেছিল। ২০১৪ সালের ডিসেম্বরে একটি যুদ্ধবিমান আইএস নিয়ন্ত্রিত সিরিয়ার অংশে বিধ্বস্ত হলে ওই বৈমানিক ধরা পড়েছিলেন। ইরাকের আনবার প্রদেশের যে কয়েকটি শহর সরকারের নিয়ন্ত্রণে ছিল আল-বাগদাদি সেগুলোর একটি। বৃহস্পতিবার কয়েকমাস ধরে শহরটি ঘিরে রাখার পর বৃহস্পতিবার এটি আইএসের দখলে চলে যায়। প্রসঙ্গত, আইন আল-আসাদ বিমান ঘাঁটির দূরত্ব শহরটি থেকে মাত্র ৫ মাইল দূরে। সেখানে ৩২০ মার্কিন মেরিন সেনা ইরাকি সেনাবাহিনীর ৭ম ডিভিশনের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছেন। শুক্রবার ওই ঘাঁটিও আইএস জঙ্গিদের হামলার শিকার হয়েছিল। সেখানে কয়েক দফা আত্মঘাতী হামলাও চালানো হয়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহায়তায় ইরাকি সেনাবাহিনী আইএস জঙ্গিদের ঠেকিয়ে দেয়।

Leave A Reply

Your email address will not be published.