Connecting You with the Truth

ইরানী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

ইরানী পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ মঙ্গলবার রাতে বাংলাদেশ সফরে এসেছেন। পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে বিশ্ব পরাশক্তিদের যে সমাঝোতা হয়েছে, তা বাংলাদেশকে জানাতেই ঢাকা সফর করছেন তিনি। পাশাপাশি সামনের দিনগুলোতে ঢাকার সঙ্গে তেহরানের কী কী বিষয়ে সংযোগ ঘটবে, তারও একটি রূপরেখা এই সফরে ঠিক করা হবে।

ঢাকায় অবস্থিত ইরানের দূতাবাস জানিয়েছে, মোহাম্মদ জাভেদ জারিফের ঢাকা সফরটি বেশ ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। বুধবার সকালে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে দুপুরের ভোজে অংশ নিবেন। এরপর বিকালে ঢাকার একটি অভিজাত হোটেলে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হবেন মোহাম্মদ জাভেদ জারিফ।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলমান বৈশ্বিক পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এ সফরকে গুরুত্বের সঙ্গে দেখছে ঢাকা। ঢাকা আশা করছে ইরানের সঙ্গে অর্থনৈতিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক সামনের দিনগুলোতে আরও শক্তিশালী হবে। ইরানে বাংলাদেশীদের চাহিদা রয়েছে। এতে ইরানে বাংলাদেশের বিশাল শ্রমবাজারের সম্ভাবনা উঁকি দিচ্ছে।

পাশাপাশি ইরান থেকে পাইপলাইনের মাধ্যমে পাকিস্তান ও ভারত যে জ্বালানি সরবরাহের চুক্তি করেছে, বাংলাদেশও ওই পাইপলাইনের মাধ্যমে উপকৃত হতে চায়। ইরান এরই মধ্যে বাংলাদেশকে ওই পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহে নীতিগতভাবে সম্মত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.