Connecting You with the Truth

ইরানে সৌদি দূতাবাসে হামলায় নিন্দা জানাল বাংলাদেশ

imagezzs.thumbnail

ইরানের রাজধানী তেহরানের সৌদি দূতাবাস এবং ইরানের অন্যতম প্রধান শহর মাশহাদের সৌদি কনস্যুলেটে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিক্রিয়া জানানো হয়েছে। হামলাগুলো কূটনৈতিক সম্পর্কিত ভিয়েনা সনদ-১৯৬১ ও কনস্যুলার সম্পর্ক বিষয়ক ভিয়েনা সনদের-১৯৬৩ এর সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

ওই বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, সৌদিতে শিয়া ধর্মীয় নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণায় শনিবার তেহরানে সৌদি দূতাবাস এবং ইরানের দ্বিতীয় বৃহত্তম নগর মাশহাদে সৌদি কনস্যুলেট ভবনে আগুন দেন ইরানের বিক্ষোভকারীরা। কূটনৈতিক ও কনস্যুলার মিশনের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক সরকারের দায়িত্ব। কারণ আন্তর্জাতিক এসব আইন লঙ্ঘনের কোনো সুযোগ নেই। তাই ভবিষ্যতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি রোধে বাংলাদেশ জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইরান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

Comments
Loading...