Connecting You with the Truth

ইসরাইল দখলীকৃত গ্রাম ৮ দিনের মধ্যে ছাড়ার নির্দেশ

ইসরাইল কর্তৃক দখলীকৃত ফিলিস্তিনিদের একটি গ্রাম আট দিনের মধ্যে ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরাইলের সুপ্রিম কোর্ট।

আট দিন পর গ্রামটি ভূমিসাৎ করে দেওয়া হবে। আগে ইসরাইলের সুপ্রিম কোর্ট কয়েক সপ্তাহ আগে গ্রামটি ভূমিসাৎ করে দেওয়ার বিপক্ষে করা এক আপিল বাতিল করে দেওয়ার পর রবিবার গ্রাম ছাড়ার এই নির্দেশ দিয়েছে ইসরাইল।

পশ্চিম তীরে বেসামরিক বিষয়াবলি দেখাশোনাকারী ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সুপ্রিম কোর্টের রায় মেনে খান আল-আহমারের বাসিন্দাদের আজ পাঠানো এক নোটিশে ১ অক্টোবরের মধ্যে ওই গ্রামের সকল স্থাপনা ধ্বংস করে দিতে বলা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, আপনারা যদি নির্দেশনা না মানেন, তাহলে কর্তৃপক্ষ আদালতের সিদ্ধান্ত ও আইন অনুসারে গ্রাম ধ্বংসের নির্দেশ বাস্তবায়ন করবে।

ইসরাইলের পরিকল্পনা হচ্ছে, ১৮০জন মানুষের গ্রামটি ভেঙে ফেলা ও গ্রামবাসীদের অন্যত্র পাঠানো। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সম্প্রদায় এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। এই মাসের শুরুতে জার্মানি, ব্রিটেন, ইটালি ও স্পেন নতুন করে ইসরাইলকে গ্রামটি ধ্বংস না করার আহবান জানিয়েছে।

Comments