Connecting You with the Truth

ইসরায়েলে ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র সেখানে একটি উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা, যা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) নামে পরিচিত, মোতায়েন করছে। এর পাশাপাশি, ওই প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা ও ব্যবহারের জন্য সেনা সদস্যও পাঠাচ্ছে তারা। পেন্টাগনের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা সোমবার (১৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।

এই সিদ্ধান্ত এমন এক সময়ে নেওয়া হলো যখন ইরান ইসরায়েলে হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের প্রধান লয়েড অস্টিন এই পদক্ষেপকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সহায়ক হিসেবে উল্লেখ করেছেন।

পেন্টাগনের এই ঘোষণা ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের ‘লৌহবন্ধ’ সমর্থন প্রদানের প্রতিশ্রুতির অংশ হিসেবে এসেছে। এই পদক্ষেপ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করার পাশাপাশি ইরানের সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলে অবস্থানরত আমেরিকানদের সুরক্ষা প্রদান করবে।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, ইরান যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে যে তাদের সেনারা ইসরায়েলে গেলে ঝুঁকির মুখে পড়তে পারে।

Comments
Loading...