Connecting You with the Truth

ইসরায়েলে ২ শতাধিক রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ

লেবাননের হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি সামরিক অবস্থানগুলোতে তারা দুই শতাধিক রকেট এবং বিস্ফোরক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার এ হামলা চালানো হয়েছে বলে গোষ্ঠীটি স্বীকার করেছে।

রান সমর্থিত হিজবুল্লাহ জানিয়েছে, এর আগের দিন তারা শতাধিক রকেট হামলা চালিয়েছিল। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার প্রতিক্রিয়া হিসাবে তারা এ হামলা চালিয়েছে।

ইসরায়েল তার উত্তর সীমান্ত এলাকায় হামলার ঘটনায় কোনো হতাহতের তথ্য জানায়নি। ওই এলাকা থেকে অধিকাংশ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে হিজবুল্লাহর হামলার জবাবে পাল্টা হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলি বাহিনী জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার বলেছে, ‘লেবানন অতিক্রম করে ইসরায়েলি ভূখণ্ডে অসংখ্য ক্ষেপণাস্ত্র এবং সন্দেহজনক বিমান আসার পরে’ তাদের বাহিনী ‘দক্ষিণ লেবাননে উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালাচ্ছে।’ বেশিরভাগ রকেট ও ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকানো হয়েছিল। তবে হামলার পরে ‘উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।’

Comments
Loading...