Connecting You with the Truth

ইয়েমেনের শহর দখল করেছে শিয়া বিদ্রোহীরা

c514d7f07b8f4ef18a423fbe66dcb6e7_18আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনের তৃতীয় বৃহ্ত্তম তাইজ শহরের কিছু অংশ দখল করে নিয়েছে শিয়া হাউথি বিদ্রোহীরা। রাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে কয়েকটি প্রতিবেদনে একথা বলা হয়েছে। হাউথিদের দখল করা এলাকার মধ্যে আছে শহরটির বিমানবন্দরও। ইয়েমেনে হাউথি বিদ্রাহী, আল-কায়েদা এবং ইসলামিক স্টেটসহ প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতা বাড়ছেই। শনিবার যুক্তরাষ্ট্র বলেছে, নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়া হচ্ছে। সামরিক পোশাক পরা হাউথি যোদ্ধাদেরকে বিমানবন্দরে পৌঁছতে এবং শহরের নানা জায়গায় টহল দিতে দেখা যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। কয়েকটি খবরে বলা হয়েছে, ইয়েমেনের উত্তর থেকে তাইজ শহরের দিকে যেতে দেখা গেছে কয়েক ডজন ট্যাংক এবং সামরিক যানকে। স্থানীয় কয়েকজন বাসিন্দা হাউথিদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে। এসময় বিদ্রোহীরা তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে।

Comments
Loading...