Connecting You with the Truth

ইয়েমেনে বিমান হামলায় আল-কায়েদার ১৩ সদস্য নিহত

al qayedaআন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে বিমান হামলায় আল-কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলার (একিউএপি) ১৩ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। আজ বুধবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ আগস্ট থেকে ৪ সেপ্টম্বরের মধ্যে কেন্দ্রীয় ইয়েমেনের শাবওয়াহতে তিনটি বিমান হামলা চালানো হয়েছে। তবে কিভাবে এই হামলা চালানো হয়েছে এবং নিহতের পরিচয় কি তা বিবৃতিতে জানানো হয়নি।
যুক্তরাষ্ট্র বলেছে, ঐ এলাকা, যুক্তরাষ্ট্র ও অন্যান্যদের জন্য এই গ্রুপটি এখনো হুমকিস্বরূপ। যুক্তরাষ্ট্র বিবৃতিতে বলেছে, ইয়েমেনে আল-কায়েদার বিরুদ্ধে হামলার ফলে সন্ত্রাসী নেটওয়ার্কে চাপ সৃষ্টি করেছে। এছাড়া মার্কিন নাগরিক, আমাদের দেশ ও জোটের ওপর হামলার পরিকল্পনা ও পরিচালনার বিষয়টি প্রতিরোধ করেছে।
সৌদি সমর্থিত সরকার ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে ইয়েমেনে সাড়ে ছয় হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া ২৫ লাখের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

Comments
Loading...