Connecting You with the Truth

ইয়েমেনে মসজিদে আত্মঘাতী হামলায়  নিহত ৪৬, আহত শতাধিক

a1bc48b35a0e4be8ac627495ef177dc3_18আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনের রাজধানী সানায় মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। শুক্রবার জুমার নামাজের সময় হুতি শিয়া মুসলমানদের দুটি কেন্দ্রীয় মসজিদে এ হামলার ঘটনা ঘটে। দক্ষিণ ইয়েমেনের শহর এডেনে অবস্থানরত সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ আল সালেহ ও বর্তমান প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদির সমর্থিত সেনাদের সংঘর্ষে ১৩ জন নিহত হওয়ার পরের দিন এ হামলার ঘটনা ঘটল। ইয়েমেনের আল মাসিরাহ টেলিভিশন চ্যানেল জানিয়েছে, জুমার নামাজের সময় হুতি শিয়াদের মসজিদ বাদর ও আল হাসহুশে হামলার ঘটনা ঘটে। সেখান থেকে তিনটি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। এতে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে। ইয়েমেনের সংবাদমাধ্যম ইয়েমেন পোস্টের প্রধান সম্পাদক হাকিম আলমাসমারি বলেন. ‘হামলায় কয়েক ডজন লোক নিহত ও আহত হয়েছে। হতাহতদের নির্দিষ্ট সংখ্যা শিগগিরই আমরা জানতে পারব। এ দুটি মসজিদ ছিলো কেন্দ্রীয় ও সাধারণভাবে ব্যবহৃত।’ প্রসঙ্গত, গত বছর হুতি শিয়া যোদ্ধারা রাজধানী সানা দখল করে। পরে তারা প্রেসিডেন্ট সালেহকে ক্ষমতাচ্যুত করে।

Comments
Loading...