Connecting You with the Truth

ঈদের দিন ইরাকে আত্মঘাতী হামলায় শতাধিক নিহত, দায় শিকার আইএস’র

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে শুক্রবার ঈদ উদযাপনের সময় একটি ব্যস্ত মার্কেটে আত্মঘাতী গাড়িবোমা হামলার ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়েছে। খবর রয়টার্স’র। রাজধানী বাগদাদের প্রায় ৩০ কিলোমিটার উত্তরপূর্বের শিয়া অধ্যুষিত খান বনি সাদ শহরে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে খবরে জানানো হয়েছে।

বিস্ফোরণের পর ক্ষুব্ধ জনতা রাস্তার পাশে পার্ক করে রাখা গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর চালায়। প্রাদেশিক সরকার সেখানে তিন দিনের শোক ঘোষণা করেছে। ঈদের ছুটি শেষ না হওয়া পর্যন্ত সেখানকার বিনোদন পার্কগুলো বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, আইএস জঙ্গিরা শহরটির ব্যস্ততম মার্কেটে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে হতাহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। সেখানে লোকজন ঈদ উদযাপন করছিল। ভয়াবহ এই হামলার পর বিস্ফোরণ স্থলে লোক জনকে ছিন্নভিন্ন মৃতদেহ সবজির ঝুড়িতে করে সরিয়ে নিতে দেখা যায়। ‘  বিস্ফোরণে আরো বহু মানুষ আহত হয়েছে।

এদিকে এ হামলার দায় স্বীকার করে টুইট করেছে আইএস। টুইট বার্তায় জানানো হয়েছে, গাড়িটিতে প্রায় তিন টন বিস্ফোরক ছিল।

Comments