ঈদে জাহিদ, রিয়াজ-সজল ও নিপুণ
বিনোদন ডেস্ক:
এবারের রোজার ঈদে ছোট পর্দার জন্য কয়েকটি কাজ করছেন নিপুণ। এগুলোতে তার সহশিল্পী জাহিদ হাসান, রিয়াজ ও সজল। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় ‘ফরমাল-ইন’ নাটকের নতুন কিস্তিতে নিপুণ কাজ করেছেন জাহিদের সঙ্গে। এরই মধ্যে তিন দিনের দৃশ্যায়ন হয়েছে। আর একদিনের কাজ বাকি আছে। রিয়াজের সঙ্গে নিপুণ অভিনয় করবেন ‘বিবাহসংক্রান্ত’ নামের একটি নাটকে। এর চিত্রায়ন হবে শিগগিরই। গত ঈদে রিয়াজের সঙ্গে তিনটি নাটকে দেখা গেছে তাকে। এদিকে সজলকে নিয়ে নিপুণ কাজ করেছেন ‘বউ শাশুড়ি জিন্দাবাদ’ নাটকে। আনিসুল হকের উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করেছেন জামাল মল্লিক। ২৪ ও ২৫ এপ্রিল উত্তরায় এর দৃশ্যায়ন হয়েছে। এতে আরও আছেন শামস সুমন, রাশেদ মামুন অপু ও রোমানা স্বর্ণা। এটি প্রচার হবে চ্যানেল আইতে। ঈদের কাজগুলো নিয়ে নিপুণ বললেন, ‘যে কয়টি কাজ করেছি তাতে আমি সন্তুষ্ট। তবে এখনও চিত্রনাট্য আসছে। কিন্তু সেগুলোর একটাও করবো না।’