ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ
বিডিপি প্রতিবেদক: ঈদুল ফিতর উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ সোমবার থেকে। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ছাড়াও পাশের কল্যাণপুর, টেকনিক্যাল, শ্যামলী, কলেজ গেটসহ বিভিন্ন স্থানের কাউন্টারে টিকিট বিক্রি হবে। ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে বুধবার থেকে।
আজ সকাল ৭টা থেকে বাসের টিকিট বিক্রি শুরু হবে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়ার পর গত তিন দিন বাস মালিকরা টিকিট বিক্রির প্রস্তুতি নেন। হানিফ, শ্যামলী, ঈগল, সাকুরা, নিরালাসহ বিভিন্ন পরিবহনের কাউন্টারে গতকাল রবিবার কাউন্টার মাস্টার ও অন্যান্য কর্মীদের প্রস্তুতি নিতে দেখা গেছে। ওই সমিতির নিয়ন্ত্রণাধীন বাস মালিকরা কাউন্টারের সামনে ভাড়ার তালিকা ও টিকিট বিক্রির বিজ্ঞপ্তি টানিয়েছেন।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রমেশ চন্দ্র ঘোষ বলেন, ‘আমরা আমাদের সংগঠনের অধীন মালিকদের সোমবার (আজ) থেকে টিকিট বিক্রির সিদ্ধান্ত জানিয়েছি।’ আর ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী বুধবার থেকে।
রাজধানীর কমলাপুর, চট্টগ্রাম রেলস্টেশন ছাড়াও বিভিন্ন রেলস্টেশনে শুরু হবে টিকিট বিক্রি। রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক গত সপ্তাহে রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী মাসের প্রথম সপ্তাহে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপিত হবে।