Connecting You with the Truth

উগান্ডায় শরণার্থী শিবিরে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু

উগান্ডার একটি শরণার্থী শিবিরে প্রার্থনার সময় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু এবং আরও ৩৪ জন আহত হয়েছেন। দেশটির পুলিশ জানিয়েছে, শনিবার (২ নভেম্বর) বিকেলে উত্তর উগান্ডার লামও জেলার পালাবেক শরণার্থী শিবিরে প্রার্থনা চলাকালে বজ্রপাতের ঘটনা ঘটে। রোববার (৩ নভেম্বর) রাতে রয়টার্স এই তথ্য প্রকাশ করে।

স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বৃষ্টি শুরু হলে প্রার্থনার জন্য সমবেত লোকজনের ওপর ৫টা ৩০ মিনিটে বজ্রপাত হয়, বলে জানান উগান্ডার পুলিশের মুখপাত্র কিতুমা রুসোকে।

পালাবেক শরণার্থী শিবিরটি দক্ষিণ সুদানের সীমান্তের কাছে অবস্থিত, যেখানে প্রায় ৮০,০০০ শরণার্থী আশ্রয় নিয়েছে। শিবিরের বেশিরভাগ শরণার্থী দক্ষিণ সুদান থেকে আসা, যারা নিজেদের দেশে চলমান অস্থিতিশীলতার কারণে ফিরতে পারছেন না।

উগান্ডায় বজ্রপাতে মৃত্যুর ঘটনা সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। ২০২০ সালে বজ্রপাতে ১০ শিশু এবং ২০১১ সালে ১৮ শিশু ও তাদের শিক্ষক নিহত হন, যা বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স, বিবিসি

Comments
Loading...