উত্তোক্তকারীর আঘাতে ভাঙ্গল স্বামীর দাঁত
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: উত্তোক্তকারীর আঘাতে ভাঙ্গল স্বামীর দাঁত। ঘটনাটি ঘটেছে গত সোমবার ভোরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার খোদ্দ বিছনদই গ্রামে।এ ঘটনায় স্থানীয় থানায় লাকী বেগম নামে এক গৃহবধূ অভিযোগ করেছেন।
জানা গেছে, জেলার কালীগঞ্জ উপজেলার চাপারহাটের চলবলা গ্রামের খলিলুর রহমানের কন্যা লাকী বেগমের(৩০) সঙ্গে ২০০৬ সালে বিয়ে হয় হাতীবান্ধা উপজেলার মূত শওকত আলীর পুত্র আ:ছালামের। তাদের সংসারে রয়েছে ৮ বছরের একমাত্র মেয়ে। আ: ছালাম এক ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক। সুখে দু:খে চলে তাদের সংসার।অভাবের সংসারে সুযোগকে কাজে লাগিয়ে পাশের বাড়ীর মূত এফাজ উদ্দিনের ছেলে ৩ সন্তানের জনক আকবর আলীর(৫৫) ৬ মাস ধরে পিছু ধরে ওই গূহবধূর। লাকীর শ্লীলতাহানির সুযোগ খোঁজে ৫৫ বছর বয়সী আকবর। এরই মধ্যে সুযোগ বুঝে শ্লীলতাহানির উদ্দেশ্য গত সোমবার গভীর রাতে সকলের অগোচরে আকবর তার শয়ন ঘরে প্রবেশের চেষ্টা করে বলে দাবী লাকী বেগমের।লাকীর স্বামী আ: ছালাম টের পেয়ে আকবর আলীকে আটকানোর চেষ্টা করে। আকবর আলী লোহার রট দিয়ে আঘাত করলে আ: ছালাম মাটিতে লুটে পড়ে এবং তার দাঁত ভেঙ্গে যায়।
এদিকে সুচতুর ও লম্পট আকবর আলী পালিয়ে যায়। এরপর এলাকার লোকজন তাকে আটক করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদের বাড়ীতে নিয়ে যায়। তার পরামর্শক্রমে আ: ছালামকে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে দন্ত চিকিৎসকের চিকিৎসারত অবস্থায় রয়েছেন।দাঁত ভেঙ্গে যাওয়ায় তাকে অভাবনীয় জ্বালা যন্ত্রনা সহ্য করতে হচ্ছে। এ ঘটনায় আ: ছালামের স্ত্রী লাকী বাদী হয়ে গত সোমবার রাতে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দিয়েছেন। ঘটনার পর থেকে আকবর আলী গাঢাকা দিয়েছে।আকবরের স্ত্রী আলেমা এ প্রসঙ্গে বলেন, প্রকৃতির টানে তার স্বামী ঘটনার দিন ভোর ৩ টায় ঘরের বাহিরে গেলে পরিকল্পিতভাবে আ: ছালাম তার স্বামীকে আটক করেন। ধস্তা ধস্তির এক পর্যায়ে পড়ে গিয়ে আ: ছালামের দাঁত ভেঙ্গে যায়।
ডাউয়াবাড়ীর ইউপি চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদ বলেন, এ ঘটনার পর চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।আহত আ: ছালামের চিকিৎসার খোঁজ খবর নেয়া হয়েছে। বর্তমানে যেহেতু এ ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে এখন আইন অনুযায়ী ব্যবস্থা নিবে পুলিশ। হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।