Connecting You with the Truth

উপসাগরে অভিনেতা রবিন উইলিয়ামসের দেহভস্ম

b-8
বিনোদন ডেস্ক:
হলিউড অভিনেতা রবিন উইলিয়ামসের দেহভস্ম সান ফ্রান্সিসকো উপসাগরে ছড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম এ খবর প্রচার করে। গত ১১ আগস্ট রবিনকে তার নিজ অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি আÍহত্যা করেছেন। সেলিব্রিটি গসিপ সাইট রাডার অনলাইনে বলা হয়েছে, সান ফ্রান্সিকোর কাছে মারিন কাউন্টিতে মারা যাওয়ার একদিন পর অর্থাৎ ১২ আগস্ট তাকে দাহ করা হয়। তার মৃত্যুর আনুষ্ঠানিক তদন্ত চলছে। কিন্তু স্থানীয় শেরিফ কার্যালয় বলছে, সকল তথ্য প্রমাণে মনে করা হচ্ছে রবিন আÍহত্যা করেছেন। তার স্ত্রী বলেছেন, উইলিয়ামস দীর্ঘ দিন ধরে অবসাদে ভুগছিলেন। এ ছাড়া তিনি প্রাথমিক স্তরের পারকিনসন্স রোগী ছিলেন। উল্লেখ্য, অস্কারজয়ী উইলিয়ামস হলিউডের বিনোদন তারকা এবং তুমুল জনপ্রিয় ছিলেন। ফলে তার মৃত্যু ভক্তদের মাঝে ব্যাপক শূন্যতা সৃষ্টি করেছে।

Comments
Loading...