Connect with us

রাজশাহী বিভাগ

উল্লাপাড়া রেলস্টেশন থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ

Avatar photo

Published

on

সিরাজগঞ্জ সংবাদদাতা:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলস্টেশনে ট্রেনের জন্য অপেক্ষায় থাকা এক গৃহবধূকে কৌশলে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে উল্লাপাড়া থানায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। শিগগিরই আসামিদের শনাক্ত ও গ্রেফতার করা হবে। মামলায় বাদী অভিযোগ করেন, রবিবার (২২ আগস্ট) বিকেলে তিনি তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে লোকাল ট্রেন ধরতে ভ্যানযোগে সলপ রেলস্টেশনে যান। স্টেশনে পৌঁছানোর পর তার স্ত্রীকে প্ল্যাটফর্মের পাশে একটি চায়ের স্টলে বসিয়ে রেখে তিনি ভ্যানের ভাড়া পরিশোধের জন্য টাকা ভাঙাতে পাশের বাজারে যান।

কিছুক্ষণ পর ফিরে এসে তিনি তার স্ত্রীকে চায়ের স্টলে দেখতে পাননি এবং চায়ের স্টলটি বন্ধ ছিলো। এরপর তিনি রাতভর স্ত্রীকে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। সোমবার (২৩ আগস্ট) সকালে ওই রেলস্টেশন থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বেতকান্দি গ্রামের একটি আমবাগানের মধ্যে স্ত্রীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। খবর পেয়ে উল্লাপাড়া পুলিশের সহায়তায় স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। স্ত্রী সুস্থ হওয়ার পর তিনি জানতে পারেন কিছু লোক তাকে কৌশলে অজ্ঞান করে স্টেশন থেকে তুলে নিয়ে ওই আমবাগানে রাতভর ধর্ষণ করে।

সিরাজগঞ্জের সহকারী পুলিশ (উল্লাপাড়া সার্কেল) সুপার মাহফুজ হোসেন ঘটনাস্থল থেকে ফিরে জানান, প্রাথমিক তদন্তে ঘটনা সত্য বলে তার কাছে মনে হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করতে জোর তৎপরতা শুরু হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দেশজুড়ে

রাণীনগরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

Avatar photo

Published

on

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে খাদ্যগুদাম চত্বরে ফিতা কেটে সংগ্রহের উদ্বোধন করেন স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রয় কমিটির সভাপতি শাহাদাত হুসেইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে,রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন জয়, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ওবাইদুল ইসলাম ও খাদ্যগুদাম কর্মকর্তা হেলাল উদ্দীনসহ স্থানীয় ব্যবসায়ী এবং দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

গুদাম কর্মকর্তা জানান, চলতি মৌুসমে সরাসরি কৃষকদের নিকট থেকে ৩০টাকা কেজি দরে এক হাজার ৬০৩ মেট্রিকটন ধান এবং ৪৪টাকা কেজি দরে তিন হাজার ৭৩ মেট্রিকটন চাল ক্রয় করা হবে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

Continue Reading

দেশজুড়ে

রাণীনগরে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় জরুরি সভা

Avatar photo

Published

on

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি গ্রহণ বিষয়ে উপজেলা প্রশাসন কর্তৃক এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা দুর্যোগ প্রতিরোধ কমিটিতো ছাড়াও তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল।

অন্যদের মধ্যে কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা মাহবুবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি ও করনীয় বিষয়সহ দুর্যোগটিকে মোকাবেলায় দ্রুত উপজেলাবাসীকে অবগত করতে গঠিত কমিটির মাধ্যমে মাইকিং এর মাধ্যমে প্রচার, গবাদীপশুসহ ঝুঁকিপূর্ণঅবস্থায় বসবাসরত বাসিন্দাদের নিরাপদ আশ্রয় গ্রহণ করা, জরুরি মেডিকেল টিম গঠন করা, ৮টি ইউপি চেয়ারম্যানদের ইউনিয়নে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী বাসিন্দাদের ঝড়ে করনীয় বিষয়ে ও নিরাপদ আশ্রয় গ্রহণ করতে সতর্কবার্তা পৌছানোর মাধ্যমে সচেতন করাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও উপজেলার একাধিক আশ্রয়ণ কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখতে নির্দেশনা প্রদান করা হয়।

সভায় উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক এবং সুশীল সমাজের ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

Continue Reading

দেশজুড়ে

বেলকুচিতে যমুনার ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন

Avatar photo

Published

on

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
ফ্লাড এন্ড রিভারব্যাংক ইরোশন রিস্ক ম্যানেজমেন্ট ইনভেষ্টমেন্ট প্রগাম ( প্রজেক্ট-২) এর আওতাধীন সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা ভাঙ্গন থেকে রক্ষায় ৯৫ কোটি টাকা ব্যায়ে স্থায়ী বাঁধ নির্মান কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। বাঁধটি বড়ধুল ইউনিয়নের মেহেরনগর থেকে এনায়েতপুর স্পার পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার নির্মান হবে।

শুক্রবার বিকালে বেলকুচির বড়ধুল ইউনিয়নের হাওয়া ভবন এলাকার নদী পাড়ে এ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনার বেড়া কৈতলা নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা গাজী সাইদুর রহমান, চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু, সহসভাপতি রাশেদুল ইসলাম সিরাজ, সাধারন সম্পাদক আজগর আলী বিএসসি, বেলকুচি উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, জেলা পরিষদ সদস্য আমিনুল ইসলাম আল-আমিন, ঠিকাদার গোলাম রব্বানী কামনা, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদ ও আছির উদ্দিন মোল্লা প্রমুখ।

Continue Reading