Connecting You with the Truth

‘উড়ন্ত চোখ’ হেলিকপ্টার পাঠাবে নাসা

image_115469_0আন্তর্জাতিক ডেস্ক:

নাসা এবার মঙ্গলে উড়ন্ত চোখ পাঠাবে! তাও আবার হেলিকপ্টারে। টিসু বক্স আকারের বিশেষ ধরনের হেলিকপ্টার পাঠাবে নাসা। এটা মার্চ রোভারের সহায়ক হিসাবে কাজ করবে। নতুন ধরণের এই হেলিকপ্টার মঙ্গলে পাঠানো নাসার রোবটযান গুলির ‘উড়ন্ত চোখ’ হিসেবে কাজ করবে। মঙ্গলে থাকা পাথরখন্ড সেখানে পাঠানো রোবটযান গুলির কাজ করার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে থাকে। এক্ষেত্রে রোবটটিকে ধীরে ধীরে বিকল্প পথে এগিয়ে নিয়ে তাৎক্ষণিকভাবে এর সাথে থাকা ক্যামেরাযুক্ত হেলিকপ্টার উড়িয়ে মঙ্গলের ছবি সহ অন্যান্য কাজ করতে সাহায্য করবে। জেট প্রপালশন ল্যাবে ভ্যাকুয়াম চেম্বারে এটি পরীক্ষা করা হয়। এই ভ্যাকুয।াম চেম্বারের পরিবেশ অনেকটা মঙ্গলগ্রহের মতই।মঙ্গলে পাঠানো এই হেলিকপ্টারটির ওজন ২.২ পাউন্ড এবং এর ব্লেড গুলি ৩.৬ ফুট। ছোট্ট এই হেলিকপ্টারটি সোলার প্যানেল থেকে শক্তি নিয়ে প্রতিদিন প্রায় ৩ মিনিট উড়তে পারবে যা ১.৩ মাইল যেতে সক্ষম।

Comments
Loading...