Connecting You with the Truth

এইচএসসির ১ম দিন-১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন

download (6)স্টাফ রিপোর্টার: 

অবরোধের মাঝেই কড়া নিরাপত্তায় এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা আশানুরূপ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে, হরতাল না থাকলেও অবরোধের কারণে পরীক্ষার প্রথম দিনে কিছুটা শঙ্কায় ছিলেন অভিভাবকরা। তবে নির্ধারিত সময়ের মধ্যেই সব পরীক্ষা শেষ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার সকাল দশটায় শুরুর সময় থাকলেও অবরোধে কারণে আগে থেকেই কেন্দ্রগুলোতে আসতে থাকেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার অনুষ্ঠিত হয় বাংলা প্রথমপত্র পরীক্ষা।
রাজধানী ঢাকাসহ সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডের ২ হাজার ৪১৯টি কেন্দ্রে মোট ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী এইচএসসি, আলীম ও সমমানের এই পরীক্ষায় অংশ নেয়। তবে অরবোধ থাকার পরো নির্বিঘ্নে প্রথম দিনের পরীক্ষা শেষ করতে পেরে খুশি শিক্ষার্থীরা।

পরীক্ষা সম্পর্কে শিক্ষার্থী বলেন, ‘আজকের পরীক্ষাটা ভালো হয়েছে। আমরা চাই সব পরীক্ষাটা যেন ভালো মতো হয়।’
হরতাল কারণে আতঙ্ক না থাকলেও অবরোধের জন্য অপেক্ষায় থাকা অভিভাবকদের চোখে মুখে ছিল উৎকণ্ঠা। পরীক্ষা চলাকালে এধরনের রাজনৈতিক কর্মসূচি না দেয়ার আহ্বান জানিছেন তারা।

অপেক্ষারত অভিভাবকরা বলেন, ‘রাজনীতিটা রাজনীতির জাগায় থাকুক এবং পড়াশোনাটা পড়াশোনার জাগায় থাকুক- এটিই আমাদের প্রত্যাশা।’

এদিকে, সকাল সোয়া দশটার দিকে ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় তিনি বিভিন্ন ক্লাস রুম ঘুরে দেখেন এবং পরীক্ষার্থীদের খোঁজ খবর নেন। পরে তিনি পরীক্ষা চলাকালে অবরোধের কর্মসূচি না দিতে বিএনপি নেত্রীর প্রতি আবারো আহ্বান জানান।

Comments
Loading...