Connecting You with the Truth

একনেকে ৭ প্রকল্পের অনুমোদন

ECNEC approved 7 projectসায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পসহ (ফেজ-৩) মোট ৭ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় ‍অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।  মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁও এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এই অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় অনুমোদিত ৭টি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ২শ’ ১৫ কোটি ৬৩ লাখ টাকা। এর মধ্যে জিওবি ৩ হাজার ১শ’ ১৭ কোটি ৭৬ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল ১০৪ কোটি টাকা, প্রকল্প সাহায্য ৩ হাজার ৯৯৩ কোটি ৮৭ লাখ টাকা।  সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের (ফেজ-৩) মোট ব্যয় ৪ হাজার ৫শ’ ৯৭ কোটি ৩৬ লাখ টাকা।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...